নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)আসামীসহ ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল আটক অদ্য ২১ জুলাই ২০২২ তারিখ আনুমানিক ২২.৩০ ঘটিকায় সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন গোমস্তাপুর থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপির নম্বর-৬১৬১৫ হাবিলদার মোঃ রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে বিওপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে মিনিবাজার (বর্গ-২৬৪৭) নামক স্থানে অভিযান পরিচালনা করে শহিদ হোসেন (২৮), পিতা-মৃত আলতাফুর রহমান, গ্রামঃ হাসপুকুর, পোঃ স্বরণপুর, থানা-ভোলাহাট,, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি ১০০ সিসি বাজাজ মোটরসাইকেল (ইঞ্জিন নম্বর-03100043, চেজিস নম্বর LBXP00L163X001205) সহ আটক করা হয়। যার সিজার মূল্য (ফেন্সিডিল ৩০ বোতল ১২,০০০/- + মোটরসাইকেল ০১ টি-১,২০,০০০/-) = ১,৩২,০০০/- (এক লক্ষ বত্রিশ হাজার) টাকা। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।