নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় আসামীসহ ০২ (দুই) কেজি ভারতীয় গাঁজা আটক অদ্য ১৮ জুলাই ২০২২ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে রোকনপুর বিওপির জেসিও-৭৮৮৪ নাঃ সুবেঃ আব্দুল কুদ্দুস খান এর নেতৃত্বে বিওপি হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব দিকে এবং সীমান্ত পিলার ২২৩/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন গোমস্তাপুর উপজেলার অন্তর্গত ইসলামপুরগঞ্জ গ্রামের ইব্রাহিম মিয়া(২৮), পিতা-মৃত রুস্তম আলীর কলাবাগানে (বর্গ-৪১৬০) অভিযান পরিচালনা করে সোলায়মান (৩০), পিতা-নুরুল ইসলাম, গ্রাম-ইসলামপুর, পোষ্ট-আক্কেলপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০২ (দুই) কেজি ভারতীয় গাঁজাসহ আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-৭,০০০/- (সাত হাজার) টাকা। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।