“বিশ্বময় প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে গ্লোবাল টেলিভিশন। সঠিক সংবাদ ও সুস্থ বিনোদন এবং গ্লোবাল টেলিভিশনকে একটি পরিচ্ছন্ন গণমাধ্যম হিসেবে দেশের মানুষের সামনে প্রতিষ্ঠিত করার লক্ষে সারাদেশের ন্যায়ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে কেক কেটে শুভযাত্রা উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (৩০জুন) বিকেল চারটায় গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান মিঠু’র আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সামাজিক – সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে অতিথি বৃন্দ গ্লোবাল টিভি উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং উজ্জ্বল ও উন্নতমানের অনুষ্ঠান উপহার দেবে বলে আশা ব্যক্ত করেন তারা।
নুরে আলম শাহ: স্টাফ রিপোর্টার: