খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড সম্মাননা পেলেন খাগড়াছড়ি জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান,সাবেক জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নিগার সুলতানা।
শুক্রবার (২৪ জুন) বিকাল ৪ঃ৩০ মিনিটের দিকে ঢাকার হোটেল সোনারগাঁও (ফাইভ স্টার) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে, মাদকের ভয়ারল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় আমাদের করণীয়, শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি,
এই সম্মাননা পুরষ্কার তুলেদেন।
সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন
বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উদ্ভোদন করেন বিচারপতি মিজামুল হক নাছিম,অনুষ্ঠানে প্রধান আলোচক শামসুল হক টুকু এমপি,বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশনারা মান্নান এমপি। বিশিষ্ট গবেষক ও লেখক অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমূখ।