জুরাইনে রাস্তার এক অংশ দখল করে আছে হকাররা
January 19, 2019
অপরাধ, জাতীয়, প্রচ্ছদ, সারা বাংলা
101 Views
- জুরাইনের প্রধান সড়ক জুড়ে চলছে হকার বসা প্রতিযোগিতা। বিকেল হলেই এ সড়কের মূল অংশে পসরা সাজিয়ে বসতে থাকে হকাররা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ পথচারীদের। গত দুই বছর আগে ঢাকা মাওয়া সড়ক প্রশস্ত করার জন্য হকার উচ্ছেদ করা হয়। এরপর কয়েক সপ্তাহ হকারমুক্ত থাকলেও বর্তমান চিত্র আগের মতই। বিক্রমপুর প্লাজার সামনে থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত সড়কের মূল অংশের এক পাশের অবস্থা সবথেকে ভয়াবহ। বিকেল হলেই সড়কের এই স্পট গুলো দিয়ে স্বাভাবিক গতিতে হেঁটে যাওয়া অসম্ভব। ছোট ছোট চৌকি বসিয়ে এখানে হকারদের ব্যবসা চলে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হকার বলেন, তাদের কাছ থেকে প্রভাবশালীরা নিয়মিত টাকা নিয়ে থাকেন। টাকা ছাড়া এখানে ব্যবসা করা অসম্ভব। দোকান প্রতি ২০০-৪০০ টাকা আদায় করা হয়। জুরাইন ওভার ব্রিজের কাজ চলার কারণে এখানে রাস্তা খুবই ছোট। ছোট সড়কটির বাম পাশে হকার, অবৈধ রিক্সা ও সিএনজির কারণে প্রায় সাড়া দিনেই যানজট লেগেই থাকে। এই সড়কে রিকশা ও সিএনজির অধিপত্য এত বেশি যে, এখানে সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। সবকিছু ছাপিয়ে সবথেকে ভয়াবহ অবস্থা জুরাইন রেলগেট থেকে জুরাইন মাছ বাজার পর্যন্ত রেল লাইনের দুই পাশে অবৈধ দখল। এ জায়গাটুকুতে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের। রেল লাইনের দুই পাশে অবৈধ দখলদারদের জন্য দেখা যায় না কখন ট্রেন আসে। ফলে আচমকা ট্রেন চলে আসলে কোথাও যাওয়ার জায়গা থাকে না। দুর্ঘটনায় প্রাণ দিতে হয় সাধারণ মানুষকে। নগরীর প্রধান সড়কের একটি অংশ অবৈধ দখলদারদের হাতে চলে গেছে ফলে প্রতিনিয়ত নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মাঝে মাঝে উচ্ছেদ অভিযান ছাড়া তেমন কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না কর্তৃপক্ষের এতে ক্ষোভ প্রকাশ করেছেন জুরাইনবাসী।