নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বন্যা কবলিত মানুষের জন্য তিন হাজার প্যাকেট খাদ্য সামগ্রী, বোতলজাত বিশুদ্ধ পানি, প্রতিদিন (পাঁচ দিন) এক হাজার মানুষকে রান্না করা খাবার, মেডিকেল টিম, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও ৪০ জনের একটি স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আজহার।
মঙ্গলবার (২১ জুন) রাত দশটার দিকে চারটি ট্রাকে করে এসব খাদ্য সামগ্রী নিয়ে ঢাকার পোস্তগোলা থেকে রওনা হন তিনি।
শেখ মোহাম্মদ আজহার সাংবাদিকদের জানান, মানুষের পাশে দাঁড়ানোই মানবতা । এটি সবচেয়ে উত্তম কাজ। বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেছেন। এর অংশ হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ও সিলেটের বন্যার্তদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন। আপনারা যারা বিত্তবান আছেন সবাই মিলে সিলেটের মানুষের পাশে দাঁড়ান।