স্টাফ রিপোর্ট
পাশ্ববর্তী নরসিংদী জেলার পাইকার ইউনিয়নের দক্ষিণ চরভাসানিয়া,পুরানচর,উত্তর চরভাসানীয়ার কিছু চিহ্নিত সন্ত্রাসীও ডাকাত দলের সদস্যরা পাওয়ালুম শ্রমিকদের আন্দোলনের সাথে যুক্ত হয়ে গোপালদী বাজার সহ রামচন্দ্রদীতে ব্যাপক ভাংচুর ও লুট চালায়। তারা বিশনন্দী টু আড়াইহাজার যাওয়ার রাস্তায় বিআরটিসি বাস,প্রাইভেটকার ভাংচুর করে। শুধু তাই নয় রামচন্দ্রদীর নিশা টেক্সটাইল সহ আরো কয়েকটি কারখানাতেও তারা ভাংচুর চালায়। আন্দোলনের নামে তারা গোপালদী বাজারে কমিশনার হাজী হারিসুল হক,দাইয়ান,সাইদুর,আশেকআলী,আহসানুল্লাহহাজী সহ আরো কয়েকটি দোকানের দরজা ভেঙ্গে কাপড় লুটের চেষ্টা চালায়। এ সময়ে সাধারন জনতা ও পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে আবস্থা বিরাজ করছে।
শ্রমিকরা আমাদেরকে জানায় তারা শান্তিপূর্ন ভাবে গত শুক্রবার দিন তাদের শ্রম মজুরী বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন এ সময়ে স্থানীয় কয়েকজন নেতা ,একজন ওয়ার্ড কমিশনার ও গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রমিকদেরকে শান্ত থাকার আহবান জানায় এবং তাদেরকে আজ মঙ্গলবার স্থানীয় পাওয়ালুম ব্যবসায়ীদের সাথে আলোচনা করে বিষয়টি সুরাহা করার আশ্বাস দেয়। ৩ দিন পর আজ মঙ্গলবার বিকাল ৩ টায় সকল এলাকার শ্রমিকরা সঠিক সমাধানের আশায়একত্রিত হওয়ার পর তারা কোন সঠিক সমাধান না পেয়ে, রাস্তা অবরোধ সহ ভাংচুর চালায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানায় শ্রমিকদের মধ্যে যারা ভাংচুর করেছে তারা আসলে শ্রমিক নয় তার ডাকাত দলের সদস্য ও সন্ত্রাসী। ঘটনার পর থেকে গোপালদী বাজার ও তার আশেপাশের এলাকার ব্যাবসাহিক ও সাধারন মানুষ আতঙ্কে