নাহিদ পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস আজ ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী,সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান আহমেদ, পোরশা তদন্ত ওসি শাহআলম, সাংবাদিক বৃন্দ ও ভিন্ন শ্রেণি জনসাধারণ প্রমূখ।