শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশি ও ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যয্য দাবি সমর্থনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার শহরের চৌরাস্তায় এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলার মুখপাত্র মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সিপিবির সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা উদীচির সাধারণ সম্পাদক রেজওয়ান হক রিজু, শিক্ষক জাকির হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দীক, লেখক ও কলামিস্ট মাসুদ আহমেদ সূবর্ণ প্রমুখ।
সমাবেশে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবিসহ সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা পুলিশী ও ছাত্রলীগের হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নূরে আলম শাহ্ ঠাকুরগাঁও প্রতিনিধি।
স্টাফ রিপোর্টার: