ফাহাদ আহমেদ মিঠু (সি আর)
নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় বৃহস্পতিবার (২০ জানুয়ারি ) সকাল ৯ টায় আতাবরের বাড়ির পাশের একটি পুকুর থেকে একটি নবজাতক শিশুর গলাকাটা মস্তক উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় আলামিন ও ইমন জানান, আমরা গতকাল রাতে পুকুরের মাছ ধরার উদ্দেশ্যে পানি সেচের জন্য মেশিন লাগাই। পরে সকালে পুকুর থেকে মাছ ধরার শেষ পর্যায়ে সকাল ৯ টায় একটি গলাকাটা বাচ্চার মাথা দেখতে পেয়ে আশপাশের মানুষদের খবর দিলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এসে গলাকাটা মস্তকটি উদ্ধার করে। তবে শিশুটির দেহের বাকি অংশের খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে ভূলতা ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শিশুটির পরিচয় জানার চেষ্টা করছি এবং শিশুটির মস্তকটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।