হাছানুর রহমান নীলফামা:
২০২১ সালের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়। এ উপলক্ষে গত সমবার বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব, মোঃ ভুট্টু মিয়ার সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের শুরু করেন। সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক শ্রী বটোকৃষ্ট রায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামিয়ার রহমান শিক্ষক।
সহকারী শিক্ষক মো: মিল্টন ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শুনান একাদশ শ্রেণির ছাত্রী মৌসুমি আক্তার (মৌ)।
বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে, সুমাইয়া আক্তার ও শাহরিয়ার সুলতানা শাম্মী।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমোতাজুল ইসলাম বাংলা প্রভাষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়, এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্রী৷ শিউলী আক্তার।
বিদায়ী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ রেজাউল ইসলাম, জাহাঙ্গীর কবির, ও অভিভাবগ গণ প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের একাদশ শ্রেণির -ছাত্রীরা উপহার প্রদান করে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুর রহমান।
Check Also
ঠাকুরগাঁওয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন
দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁওয়ের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার জেলা …