জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম রিপোর্ট – ২৪. কম এর ক্রাইম রিপোর্টার মোঃ ফাহাদ আহমেদ মিঠুর বাড়িতে গত রাত ১১/১১/২১ ইং বৃহস্পতিবার আনুমানিক ২. ৩০ মিনিটে অজ্ঞ্যাত ৫/৭ জনের ডাকাত দল হানা দেয়। রান্না ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশের দরজা ভাঙ্গার চেষ্টা করে। সাংবাদিক ফাহাদ আহমেদ মিঠুর বড় ভাই মেসবাহ উ আহমেদের ঘরে ডাকাতির উদ্দেশ্যে। এক পর্যায়ে ব্যর্থ হয়ে চলে যায়। এ ঘটনায় সাংবাদিক ফাহাদ আহমেদ মিঠু ৫/৭ জন অজ্ঞাত নামা উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। এবিষয়ে সাংবাদিক ফাহাদ আহমেদ মিঠুর কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, গত রাত ১১/১১/২১ ইং আনুমানিক ২. ৩০ মিনিটের সময় আমার বড় ভাইয়ের ঘরে ডাকাতির উদ্দেশ্যে অজ্ঞাত নামা ৫/৭ জনের ডাকাত দল ডাকাতির কার্যক্রম চালনা করে। রান্না ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশের দরজা ভাঙ্গার চেষ্টা করে এবং দোতলা ছাদের সিড়ি কোঠার দরজা ও আমার ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দেয় যাতে করে আমরা কেউ বাহির না হতে পারি। এক পর্যায়ে ব্যর্থ হয়ে ডাকাত দল চলে যায়। পরে সকালে আমার বড় ভাই রান্না ঘরে প্রবেশের উদ্দেশ্যে ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন দরজা আরচার হয়ে আছে দরজা খুলতে ব্যর্থ হয়ে বাড়ির অন্য দরজা দিয়ে বের হয়ে দেখেন রান্না ঘরের দরজা ভাঙ্গা ও ঘরে প্রবেশের দরজা ভাঙ্গার জন্য বিপুল পরিমাণে আঘাত করা হয়েছে। আমার ঘরের দরজার দিকে তাকিয়ে দেখেন আমার ঘরের দরজা বাহির থেকে আটকানো। পরে তিনি দরজার বাহিরের লক খুলে আমাদের ডাক দেন। পরে সকালে ডাকাতির চেষ্টার বিষয়ে অভিযোগ দায়ের করি যাত্রাবাড়ী থানায়। এস আই জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এস আই জুয়েল বলেন, আজ ১১/১১/২১ ইং বৃহস্পতিবার সকালে ফাহাদ আহমেদ মিঠু নামে এক ব্যক্তি থানায় অজ্ঞাত নামা ৫/৭ জনের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্রে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং ডাকাতির চেষ্টার আলামত সংগ্রহ করি।
ফাহাদ আহমেদ মিঠু