গতকাল ৩০ শে মার্চ রোজ শুক্রবার জুরাইনের কমিশনার রোডের বাগান বাড়িতে মানব সেবা ও কল্যান সংস্থার উদ্দোগে জুরাইন আদশ একাদেমীতে সেফা ডেন্টালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে দন্ত চিকিৎসার আয়োজন করা হয়। সকাল থেকেই এলাকার প্রবীনরা এসে সেবা নেয়ার জন্য লাইন দরে দাড়িয়ে দাতের চিকিৎসা গ্রহন করেন। এ সময় মানব সেবা ও কল্যান সংস্থার সভাপতি ইসমাইল হোসেন সহ সংস্থার সকল সদস্য উপস্থিত ছিলেন।
