স্থানীয় কাচারী বাজার যুব সমাজের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বড়গাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, বিশেষ অতিথি সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, উদ্বোধক বড়গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম (নুরু), বিশেষ অতিথি বড়গাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ (মনি), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম (হেলাল), ইউপি সদস্য জিল্লুর রহমান, কাচারী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিকান্ত দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক সামিউল আলম, সমাজসেবক রেজাউল ইসলাম প্রমুখ।
খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরুজ্জামান মঞ্জু। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল প্রচুর। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। দিনব্যাপী টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করে।
নুরে আলম শাহ:ঠাকুরগাঁও প্রতিনিধি::