ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত অপরাধ দমন ও প্রহরী নিয়োগ ও অত্র বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ৮ টার সময় এই অপরাধ দমন ও প্রহরী নিয়োগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তানভীরুল ইসলাম।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউপি আঃলীগ সাধারণ সম্পাদক জয়দেব বর্মন, ৯ নং রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ, ৭ নং চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটন, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল হক চৌধুরী, চিলারং ইউপি সাধারণ সম্পাদক সুলতানুল হক চৌধুরী, ভেলাজান মহা বিদ্যালয় সভাপতি আব্দুস সামাদ, ইউপি সদস্য রমজান আলী, স্থানীয় সমাজসেবক মোস্তফা কামাল, সদর উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন মিলনসহ বণিক সমিতির সকল সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ভেলাজান বাজারে অপরাধ দিন দিন যেন বেড়েই চলেছে এই আপরাধ দমন, মাদক চোরাচালান, ফেনসিডিল, ইয়াবা, জুয়া সহ সব ধরনের অপরাধ দমনে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে ভেলাজান বাজারকে ১৬ টি সিসি ক্যামেরা আওতায় আনা হবে নিশ্চিত করেন।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি::