Breaking News
Home / প্রচ্ছদ / দিনাজপুরে নতুন করে ২৭ জন করোনা শনাক্ত

দিনাজপুরে নতুন করে ২৭ জন করোনা শনাক্ত

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ

গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ২৭ জন কোভিড -১৯ শনাক্ত এরমধ্যে (সদর-১৯, বীরগঞ্জ-১, বোচাগঞ্জ-৩, চিরিরবন্দর-২,খানসামা -১,পার্বতীপুর-১ ), নতুন করে সুস্থ হয়েছে ১৯ জন (সদর-১৩, বিরামপুর-১, বীরগঞ্জ-১, চিরিরবন্দর-২, ফুলবাড়ী-২) । এ নিয়ে জেলায় মোট রোগী -৫১০৩ জন, মোট সুস্থ -৪৭৪১ জন, মোট মৃত্যু-১০৪ জন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১৩৯ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরে ২৭ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৫১০৩ জন, সুস্থ হয়েছে ৪৭৪১ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১০৪ জন। আক্রান্তদের মধ্যে

*সদরে ২৭৪৭ জন(সুস্থ ২৫০৯ জন ), (মৃত্যু -৪৩ জন)

*বিরলে ২৯৯ জন(সুস্থ ২৮৮ জন),(মৃত্যু-৭ জন)

*নবাবগঞ্জে ১৪২ জন (সুস্থ ১৩৪ জন), (মৃত্যু-৩ জন)

*ফুলবাড়ীতে ১৮০ জন (সুস্থ ১৬৯ জন), (মৃত্যু-৮ জন)

*পার্বতীপুরে ৪২২ জন (সুস্থ ৩৯৮ জন),(মৃত্যু -৮ জন)

*বোচাগঞ্জে ১৫০ জন (সুস্থ ১৩৭ জন),(মৃত্যু-৪ জন)

*ঘোড়াঘাটে ৯০ জন(সুস্থ ৮৮ জন),

*কাহারোলে ১৬৮ জন (সুস্থ ১৬০ জন),(মৃত্যু -৫ জন)

*হাকিমপুরে ৮৭ জন(সুস্থ ৮৫ জন),,(মৃত্যু -১ জন)

*চিরিরবন্দর ২১৫ জন (সুস্থ ২০০ জন),(মৃত্যু -১০ জন)

*বিরামপুর ৩২৮ জন (সুস্থ ৩১৮ জন),(মৃত্যু -৬ জন)

*বীরগঞ্জ ১৬০ জন (সুস্থ ১৪৬ জন),(মৃত্যু-৫ জন)

*খানসামা ১১৫ জন (সুস্থ ১০৯ জন),(মৃত্যু-৪ জন)।

এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ২২৯ জন, হাসপাতালে ভর্তি ২৯ জন, শনাক্তের হার-৩৮.০২%।

২৪ঘন্টায় নমুনা সংগ্রহ=৩৩১,মােট নমুনা সংগ্রহ=৩৮৩৩৮, ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা=১৩৯,মােট নমুনা পরীক্ষা=৩৫৫১৩, ২৪ঘন্টায় কোয়ারেন্টাইন=৯৩,মােট কোয়ারেন্টাইন=৩১১৭৫, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র =৫৯,মােট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র=৩০৬৯৯।

Check Also

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকান্ডে ১টি বাড়ি ভস্মীভূত

গীতি গমন চন্দ্র রায় গীতি, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ গতকাল রাত ১০/১১ ঘটিকার সময় হঠাৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *