অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শুধু দক্ষিণ এশিয়া নয় উন্নয়নে বাংলাদেশ বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে গেছে। বুধবার সকালে সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজে নবীন গ্রাজুয়েট কর্মকর্তাদের সনদ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডিএসসিএসসি কোর্সে ২০১৭-১৮ বর্ষের সেনাবাহিনীর ১৩৬, নৌবাহিনীর ৪০, বিমানবাহিনীর ২২ এবং বিদেশী ৬৮ অফিসারকে গ্রাজুয়েট সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী দেশে-বিদেশে সশস্ত্র বাহিনীর প্রশংসনীয় ভূমিকা উল্লেখ করেন।
তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আধুনিক করতে বদ্ধপরিকর তার সরকার। এসময়, সমুদ্রসীমাসহ দেশের অর্থনৈতিক বিভিন্ন সম্ভাবনা কাজে লাগাতে সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।