ময়মনসিংহে বাল্য বিয়ে ও যৌন হয়রানি বন্ধে কাজ করা প্রায় দেড়শ’ ছাত্রীকে সাইকেল দেয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক খলিলুর রহমান ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সাইকেল হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১৪টি বিদ্যালয়ে বাল্য বিয়ে ও যৌন হয়রানি বন্ধে কাজ করা একশ’ ৪০ জন ছাত্রীকে সাইকেল দেয়া হয়।
