৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের রায়কে কেন্দ্র করে গণপরিবহনের ওপর হামলার আশঙ্কা করছেন পরিবহন মালিকরা। গতকাল বিকেলে রাজধানীর মতিঝিলে মালিক-শ্রমিকদের নিয়ে সভায় রায়ের দিন বাস চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়। প্রতিটি গাড়িতে আগুন নেভানোর উপকরণ রাখা ও সহিংসতা প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের মহাসচিব।
এ সময় খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘আমাদের গাড়ি স্বাভাবিক গতিতেই চলবে। সায়েদাবাদ মহাখালি ফুলবাড়িয়া এবং গুলিস্তান এই চার পয়েন্টে মালিক শ্রমিকদের ১৫ হাজার প্রতিনিধি থাকবে। যদি কেউ নাশকতা করতে চান শক্ত হাতে প্রতিরোধ করবে তারা।