চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সদর উপজেলার পশ্চিম মৈশাদী এলাকায় এ দুর্ঘটনা হয়। স্বজনরা জানান, রান্নাঘরে কাজ করছিলেন মারজানা বেগম। এ সময়, হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে বাড়িতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ছুটে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন প্রতিবেশীরা। তবে এরইমধ্যে পুড়ে যায় পুরো বাড়ি।
এসময় বাড়ির সবাই নিরাপদে বের হতে পারলেও আগুনে দগ্ধ হয় ছয় মাস বয়সী শিশু সুমাইয়া আক্তার। পরে বাড়ির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর, নিহতের পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।