বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু’দিনের সফরে কাল সোমবার সিলেট যাচ্ছেন। ঢাকা থেকে সড়ক পথে গিয়ে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন। তিনি দলীয় কোন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন না বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। দীর্ঘদিন পর বেগম জিয়ার সিলেট সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ।
সবশেষে ২০১৩ সালের ৫ অক্টোবর সিলেট আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলের জনসভায় বক্তব্য রাখেন তিনি। এর প্রায় সাড়ে চার বছর পর আবার সিলেটে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দলের নেতা কর্মীরা জানিয়েছেন এবার শুধুমাত্র হযরত শাহজালাল ও শাহপরান (রহ) মাজার জিয়ারত করবেন তিনি। সিলেটে সব সূচিতে জনসভা না থাকলেও পরিস্থিতি বিবেচনায় নেতা কর্মীদের উদ্দেশে পথসভায় বক্তব্য রাখতে পারেন বিএনপি প্রধান।
মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন বলেন, ‘নির্বিঘ্নে খালেদা জিয়া তার মাজার জিয়ারতের কর্মসূচি পালন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম বলেন, ‘তিনি সিলেট আসবেন, দেখা করবেন। যদি মানুষ চায় ওনার মুখ থেকে কিছু শুনতে, তাহলে বাধ্য হয়ে কিছু বলবেন। এদিকে নির্বাচনী প্রচারণা না হলেও দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনের সিলেট সফরেে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে নেতাকর্মীদের মধ্যে।