প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে এ বছরের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রশ্নফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলে কিংবা প্রশ্নফাঁসকারীর তথ্য দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিকেলে প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ে জরুরী বৈঠক শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, পরীক্ষা চলার সময় পরীক্ষা সংশ্লিষ্ট কারো কাছে স্মার্টফোন পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হবে। এ বছর এসএসসি পরীক্ষায় ইতিমধ্যেই বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের এমসিকিউ ফাঁসের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সে পরীক্ষা তাৎক্ষনিকভাবে বাতিল করা হবে।