চট্টগ্রাম টেস্টের ৫ম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান। এরই মধ্যে সব আশঙ্কা ছাপিয়ে ১৩ রানের লিড নিলো টাইগাররা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রান করেছে টাইগাররা। পরে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪র্থ দিন ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিনশেষ করে বাংলাদেশ। ইমরুল, তামিম ও মুশফিককে হারায় টাইগাররা। তাই ৫ম দিনের শুরুতেই সাবধানী মাহমুদুল্লাহর দল। ৪র্থ উইকেটে মুমিনুলকে সঙ্গ দিতে মাঠে নামেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। দুজনেই শুরু থেকে বেশ দেখেশুনে ব্যাট করতে থাকেন। এরই মধ্যে অর্ধ শতক পূরণ করেছেন তারা।