নারায়ণগঞ্জের বন্দরে একটি ইয়াবা কারখানায় অভিযান চালিয়ে ৩টি মেশিনসহ বেশ কিছু উপকরণ জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় কারখানার মালিক পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়। এছাড়া ঢাকা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে সংস্থাটি। এক সংবাদ সম্মেলনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা টিম এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে চক্রটি এই কারখানায় ইয়াবা তৈরি করে আসছিল। পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লাকী আক্তার বিষয়টি স্বীকার করেছে।
এ ঘটনায় কারখানার মালিক হাবিবুর রহমানকে আটকে অভিযান চলছে বলে জানান তিনি।