যানজট নিরসনে পয়লা ফেব্রুয়ারি থেকে ফুটপাতের সব অবৈধ দখলের উদ্ধার কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক সভায় উপস্থিত হয়ে তিনি একথা বলেন। এসময় তিনি জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে প্রতিটি এলাকায় মাদকবিরোধী প্রচার অভিযানও চালানো হবে। সভা শেষে তিনি ওই এলাকার নাগরিকদের সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, ড্রেনেজ, মাদক ও অবৈধ দখলসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। সেইসঙ্গে এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, ‘আমরা আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এই রাস্তার ফুটপাথগুলো মুক্ত করার জন্য কার্যক্রম শুরু করবো। আমি আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আপনারা দয়া করে আপনার পাড়া-মহল্লা বাসার পুটপাথ কাইকে দখল করতে দেবেন না। আমরা আগামী ৩ রা ফেব্রুয়ারি থেকে প্রতিটি পাড়ায় মহল্লায় জনগণকে উদ্বুদ্ধ করতে চাই।