১৫২ বছর পর বিরল চন্দ্রগ্রহণের সাক্ষী হলো বিশ্ববাসী। একসঙ্গে চাঁদের তিনটি বিশেষ অবস্থা দেখা গেছে আজ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫টা ৪৮ মিনিটে আংশিক এবং ৬টা ৫১ মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়। ৭ টা ২৯ মিনিটে পূর্ণ গ্রহণের মধ্যবর্তী সময় হয়। চন্দ্রগ্রহণ স্থায়ী হয় ১ ঘণ্টা ১৬ মিনিট। পূর্ণগ্রহণের পাশাপাশি চাঁদকে এসময় স্বাভাবিকের তুলনায় আকারে ১৫ ভাগ বড় এবং ৩০ ভাগ উজ্জ্বল ও লালচে রঙের দেখায়। গ্রহণে উপচ্ছায়া পর্যায় শেষ হবে রাত ১০টা ৮ মিনিটে।
