রাজধানীর ডেমরায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন।
ওই নারীর এক স্বজন জানান, শুক্রবার সাড়ে আটটায় দিকে বাসায় ঢুকে নারীকে গণধর্ষণ করেন স্থানীয় হেলাল ও তার তিন সহযোগী। পরে বিষয়টি ওই নারীর খালাতো ভাই জানলে, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
ডিএমসির দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, হেলাল তার পূর্ব পরিচিত ছিলো। প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় ক্ষুদ্ধ হয়েই তাকে গণধর্ষণ করে। এদিকে গণধর্ষণের বিষয়টি স্বীকার করে ডেমরা থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছেন। তবে এখনো কোনো মামলা হয়নি বলেও জানায় ডেমরা থানার ডিউটি অফিসার।