মোঃ আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার
চলতি বছর ১৪ অক্টোবর হতে ০৪ নভেম্বর পর্যন্ত (২৯ আশ্বিন হতে ১৯ কার্তিক) মােট ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় | সম্পূর্ণ বন্ধ থাকবে
এ সময় দেশের ১৯ টি জেলা যথা- চাঁদপুর, লক্ষ্মীপুর, নােয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল,ভােলা, পটুয়াখালী, বরগুনা, পিরােজপুর, ঝালকাঠি, ঢাকা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী,
মাদারীপুর, বাগেরহাট এর নদ-নদী ও মােহনায় ইলিশসহ সকল মাছ ধরা ও বরফকল বন্ধ থাকবে,অবশিষ্ট ১৭টি জেলা যথা- খুলনা, কুষ্টিয়া, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশােরগঞ্জ, ফরিদপুর, গােপালগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া জেলায় ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে “মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০” বাস্থবায়নাধীন জেলাসমূহের ইলিশ আহরণকারী ৫,২৮,৩৪২টি
জেলে পরিবারকে নিষিদ্ধ ঘােষিত এ ২২ দিন ভিজিএফ কর্মসূচির আওতায় ২০ কেজি হারে ১০,৫৬৭ মে.টন চাল জেলা প্রশাসকগণের মাধ্যমে বিতরণ করা হবে। এ সংক্রান্ত আইন অমান্যকারী কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২ সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত
জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
২২ দিন ইলিশের সর্বোচ্চ ডিম ছাড়ার মৌসুমে সারাদেশে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০” সফল বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করুন।
মস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।