শেরপুরে নিখোঁজের ৯ দিন পর এক তরুণীর লাশের কয়েক টুকরা উদ্ধার করেছে পুলিশ। সকালে নালিতাবাড়ীর রাজনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ১৭ই জানুয়ারি চাদগাও গ্রামের মাসুদ একই এলাকার রোকসানাকে কাজ দেয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু এরপর থেকেই তার কোনো খোঁজ পায়নি পরিবার।
শুক্রবার সকালে সুরত খালের পাশে একটি জমিতে কাজ করার সময় কৃষকরা লাশ দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে মাটি খুঁড়ে লাশের কয়েক টুকরা উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করে। পরে একটি মামলা দায়ের করা হয়।
