বঙ্গবন্ধুর সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায়, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে মির্জাপুরে গ্যাস পাইপ ফেটে আগুন লাগে। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া রাতে সড়ক দুর্ঘটনার কারণে ধীরগতিতে চলে যানবাহন। এতে বঙ্গবন্ধুর সেতুর পূর্ব পাড় থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। যানজট নিরসনে চেষ্টা করছে পুলিশ।
