পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কুড়িলে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বুধবার রাত ৮ টার দিকে আফতাব নগরের একটি খালের পাশ থেকে শিশু নাহিনের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, দুপুরে স্কুল থেকে ফেরার পর শিশু নাহিনকে, পাশের বাড়ির মশিউর নামের এক কিশোর খেলতে নিয়ে যায়।
সন্ধ্যায় বাসায় ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে কিশোর মশিউরের জামায় রক্তের দাগ দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে জানায় নাহিনের পরিবার। পরে মশিউরকে আটক করে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে ইট দিয়ে থেতলিয়ে নাহিনকে হত্যা করা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে মশিউর।
