চট্টগ্রাম মেডিকেল কলেজে এক যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
বুধবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করা হয়।
নির্যাতনের শিকার আওয়াজ ভুইয়া রওনকের ভাই, ইয়াছিন সাখাওয়াত রোমান বাদী হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ৫ জন পুলিশ সদস্যের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্যাতিত রওনক জানান, গেলো ২০ জানুয়ারি মেডিকেলের জরুরি বিভাগের সামনে হঠাৎ করেই পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য তার ওপর চড়াও হয়। এসময় তাকে পুলিশ ফাঁড়ির ভেতর আটকে রেখে বেধড়ক মারধর করে তারা। পরে তাকে পাঁচলাইশ থানায় পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে এ মামলায় আজ তাকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তা নামঞ্জুর করে রওনককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।