ছাড়ের আকর্ষণে বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। মেলা উপলক্ষে ছাড় দেয়ায় বিক্রি বেড়ে গেছে। তবে কম দামে পণ্য কেনা নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ছোট ছোট কাগজে লিখা চোখ ধাঁধানো ছাড়ের অফার। ১০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের অফার। ইলেকট্রনিক্স পণ্য থেকে নিত্য প্রয়োজনীয় প্রায় বেশীরভাগ পণ্যেই দেয়া হচ্ছে এ সুযোগ।
জুয়েলারি দোকান ও পোশাকের দোকানেও মিলছে কম দামে পণ্য। ২২’শ টাকা ব্লেজার অর্ধেক দামে কিনতে পেরে খুশি ক্রেতারা। এক বিক্রেতা জানান, চালানটাও যদি আসে তাতেই তারা পণ্য বিক্রি করে দিচ্ছেন।
তবে মজার ব্যাপার হচ্ছে পণ্যের দাম বাড়িয়ে এই অফার দেয়া হচ্ছে কিনা , নাকি সত্যিকার অর্থেই ছাড় পাচ্ছেন তা জানেননা বেশিরভাগ ক্রেতা। এসব পণ্যের গুণগত মান যাচাই করারও সুযোগ নেই তাদের।
একজন ক্রেতা বলেন, ‘দাম লেখা আছে ২ হাজার ৭শ’ টাকা। আমার কাছ থেকে রাখলো ১২শ’ টাকা। এখন বুঝতে পারছি না, আমার কাছ থেকে বেশি টাকা রাখলো কিনা।’
পণ্যের গুণগত মান ঠিক রেখেই বেশী বিক্রির স্বার্থে বিভিন্ন হারে অফার দেয়া হচ্ছে বলে জানায় বিক্রেতারা। বাণিজ্য মেলার শেষের দিকে পণ্যের উপর মূল্যছাড় আর বাড়বে বলে জানিয়েছেন বিভিন্ন স্টল মালিকরা।