শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে গত কয়েকদিনে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জনের মৃত্যু হলো। এখনো দগ্ধ অবস্থায় ৫২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গত এক মাসে প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে অন্তত দেড়শো জন হাসপাতালে ভর্তি হন। ১৪ শয্যার বার্ন ইউনিটে স্থান সংকুলান না হওয়ায় অন্যান্য ওয়ার্ডে রেখে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
