রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানা এলাকার আরএনডি রোডে একটি ৫ তলা ভবন হেলে পড়েছে।
রোববার সকালে লালবাগ কিল্লার মোড় সংলগ্ন ফজলুল হক আমিনির বাড়ির বিপরীত দিকের ওই ভবনটির উপরের অংশ হেলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালবাগ থানার ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ভবন হেলে পড়ার বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস কুমার পাল জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আমাদের পক্ষ থেকে রাজউক ও সিটি করপোরেশনকে জানানো হয়েছে। আর ভবনটির বাসিন্দাদের বসবাসে সতর্কতা জারি করা হয়েছে।