প্রাথমিক পর্যায়ে জঙ্গিদের শনাক্ত করা সম্ভব হয় না বলে সাধারণ বন্দিদের সঙ্গে তাদের সঙ্গে রাখতে হয়। এতে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।
রোববার সকালে কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন একথা বলেন।
কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশের ৬৮টি কারাগারে বর্তমানে প্রায় ৬০০ জঙ্গি বন্দি রয়েছে।
তিনি বলেন, যখন কোনো বন্দিকে কারাগারে নিয়ে আসা হয় তখন তার জেল ওয়ারেন্টে জঙ্গিবাদের বিষয়ে কিছু লেখা থাকে না। শুধুমাত্র তার মামলার বিষয়টি উল্লেখ থাকে। এতে করে আমরা বুঝতে পারি না, সে কোন দলের। সে কার সঙ্গে সংযুক্ত সে বিষয়টি আমরা জানতে পারি দুই থেকে আড়াই মাস পরে। ততদিন পর্যন্ত তাদের পরিচয়টা অজানা থেকে যায়। এটি অবশ্যই বিপজ্জনক।