Breaking News
Home / প্রচ্ছদ / নারায়ণগঞ্জ পশুর হাট নিয়ে যা বললেন ডিসি

নারায়ণগঞ্জ পশুর হাট নিয়ে যা বললেন ডিসি

মোঃ আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাট
প্রসঙ্গে জেলা করােনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মাে. জসিম উদ্দিন বলেছেন, করােনা পরিস্থিতিতে আমরা
উন্নতি করেছি। এ অবস্থা ধরে রাখতে কাজ করছি। আমরা আজকে সভা করেছি সেখানে আসন্ন কোরবানির ঈদকে
কেন্দ্র করে পশুর হাট বসানাে নিয়ে কথা হয়েছে। কমিটির অন্যান্যরা মতামত দিয়েছেন। তবে মন্ত্রণালয় যা বলবে সেটাই হবে প্রধান বিষয়। মন্ত্রণালয় হাট না বসানাের কথা বললে বসবে না। শনিবার (১১ জুলাই) রাতে মুঠোফোনে প্রতিবেদককে তিনি এসব কথা বলেন। সকালে জেলা করােনা প্রতিরােধ
কমিটির সভা হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। ওই সভায় জেলায় দায়িত্বপ্রাপ্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা
বাংলাদেশ লােক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) রেক্টর মাে. রকিব হােসেনও উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ঈদকে কেন্দ্র করে করােনা সংক্রমন রােধ করার বিষয়ে। আলােচনা হয়। সভায় নানা বিষয়ের মধ্যে পশুর হাট নিয়েও আলােচনা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মাে. জসিম উদ্দিন বলেন, এবারের পশুর হাট কম হবে। খােলা এবং বড় স্থানে পশুর হাট বসবে। সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কঠোর অবস্থানে যেতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে হাট
বন্ধ। তিনি আরও বলেন, অনলাইনে পশু বেচাকেনার বিষয়টি শুরু হয়েছে। অনেকেই অনলাইনে কাজ করছেন।
অনলাইনের বিষয়টিকে এই মহামারীর সময়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

Check Also

পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশী আটক

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে মনিরুল ইসলাম (২৫) নামে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *