গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমা। এর আগে গতকাল শনিবার বয়ান শুনে ও জিকির-আজকারের মধ্য দিয়ে দিন কাটান ইজতেমা ময়দানে সমবেত মুসল্লিরা।
বিশ্ব ইজতেমার মুরব্বি মো. মাহফুজ বলেন, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। প্রথম পর্বের মতো দ্বিতীয় ও শেষ পর্বেও বাংলায় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে এই মোনাজাত। গত ১২ জানুয়ারি শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। তাতে ঢাকার একাংশসহ ১৪ জেলার মুসল্লিরা অংশ নেন। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছিল ওই পর্ব। দ্বিতীয় পর্বে অপর ১৪ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।
গতকাল বাদ ফজর বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দিনের কার্যক্রম শুরু হয়। সমবেত মুসল্লিরা কুয়াশা ও ঠান্ডার কারণে জরুরি কাজ ছাড়া শামিয়ানার নিচ থেকে বের হচ্ছেন না। সেখানে চাদর ও কম্বল মুড়ে মনোযোগ দিয়ে বয়ান শুনছেন তাঁরা। অনেকে তসবিহ জপছেন, জিকির-আজকার করছেন। গতকাল বাদ জোহর মাওলানা শেখ ইসমাইল ও মাওলানা মো. জাকির হোসেন, বাদ আসর মাওলানা রবিউল হক ও বাদ মাগরিব মাওলানা জোবায়ের বয়ান করেন।