আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া ওয়ার্ডগুলোর কাউন্সিলর প্রার্থী ঘোষণা স্থগিত করেছে আওয়ামী লীগ। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আদালতের সিদ্ধান্ত বহাল থাকা পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করা আদালত অবমাননার শামিল। সেতুমন্ত্রী বলেন, ‘হাইকোর্ট স্থগিতের যে সিদ্ধান্ত তা মেনে নিতে হবে এবং এটার বাইরে কিছু করা খারাপের দিকে যাবে। সেজন্য আমরাও আমাদের প্রার্থীর ঘোষণা স্থগিত রাখলাম।
