নারায়ণগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাতের মৃত্যু হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে আহত ৬ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে বন্দর উপজেলার বালিগাঁও গ্রামে রফিক মুন্সির বাড়িতে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ডাকাতদের ঘিরে ফেলে। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী দুই ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
