শুল্ক গোয়েন্দারা গতকাল সোমবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর অন্তর্বাস থেকে ৪৩টি স্বর্ণের বার আটক করেছে। আটক সোনার ওজন ৪ কেজি ২৮৬ গ্রাম।আটক যাত্রী নাম মো. আনোয়ার হোসেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বলে শুল্ক গোয়েন্দা সূত্র জানায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আনোয়ার হোসেন এ বছর জানুয়ারিতে দুবার ঢাকা-সিঙ্গাপুর যাতায়াত করেছেন। গত বছর এই যাত্রী পাঁচবার বিদেশে গেছেন। জিজ্ঞাসাবাদে তিনি একজন লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচিত দেন। এই সোনা রেজাউল নামের এক ব্যক্তির বলে আটক যাত্রী দাবি করেন। তিনি সিঙ্গাপুরে যাতায়াত টিকিট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এই সোনা বহন করছিলেন।
আটক যাত্রী মো. আনোয়ার হোসেনকে শুল্ক আইনে গ্রেপ্তার করা হয়েছেন। তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।