লালমনিরহাটে সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায়, বিএসএফের কাছে আটক মোফাজ্জল হোসেন সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করছিলেন। ঐ সময় বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল তাকে আটক করে।
পরে বুড়িমারী সীমান্তের ৮৪১ নম্বর পিলারের কাছে ধরে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’কে প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পত্র দেয়া হয়।