নাটোরে ইউপি চেয়ারম্যানের ছেলের হাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে, কাফুড়িয়া ডিগ্রি কলেজ মাঠে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। এ সময় তারা অভিযুক্ত শাহ আলমের বিচারের দাবি জানান। জানা যায়, শনিবার ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অধ্যক্ষ সাইদুর রহমানের উপর হামলা চালায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলে শাহ আলম। এর পরই ফুঁসে উঠে এলাকাবাসি।
