রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় নিহত তিন জঙ্গির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মেজবা উদ্দিন। গ্রামের বাড়ি কুমিল্লায়। জাহিদের ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে নির্বাচন কমিশন থেকে তার এই পরিচয় জানা যায়। র্যাব জানান, নাখালপাড়ায় রুবি ভিলায় জঙ্গি বিরোধী অভিযানে জাহিদ নামে দু’টি পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্র দুটিতে ছবি এক থাকলেও অন্যান্য তথ্যে ভিন্নতা পাওয়া যায়। পরবর্তীতে তার প্রকৃত পরিচয় উদঘাটনে র্যাব অনুসন্ধান শুরু করে। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মুল পরিচয় উদঘাটন করতে পারে র্যাব সদস্যরা। এদিকে পরিচয় নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য মেজবার বাবা,মা,ভাই ও স্ত্রীকে কুমিল্লা থেকে ঢাকায় আনা হচ্ছে।
