তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে নতুন নতুন উদ্ভাবনের ওপর নজর দিতে প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে কপিরাইট নিশ্চিতকরণ ও ভূমি ব্যবস্থাপনা’সহ নানা ক্ষেত্রে তথ্য সংরক্ষণ প্রযুক্তি ‘ব্লক চেইন’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
