আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিপ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান রকেট। ২০১৬ সালের শুরুতে দুই বছরের জন্য ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের কাছ থেকে স্বত্ব কিনে নেয় ডাচ বাংলা ব্যাংক।
দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর আবারও ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে এ প্রতিষ্ঠান। রোববার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ত্রিদেশীয় সিরিজের লোগো উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালার ইউনুস, ডাচ বাংলা ব্যাংকের আবুল কাশেম ও ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে ফরিদুর রেজা সাগর। আগামী ১৫ জানুয়ারি শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।