রেমিটেন্সের অর্থ অবৈধভাবে হুন্ডি করার অভিযোগে মোবাইল ব্যাংকিংয়ের সাত এজেন্টকে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, সম্প্রতি বাংলাদেশ ফিনেন্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে দুই হাজার আটশ অর্থ লেনদেনকারী এজেন্টকে সন্দেহভাজন উল্লেখ করা হয়।
প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংক ও সিআইডিতে পাঠানোর পরই ঘটনা তদন্তে কাজ শুরু করে সিআইডি। গ্রেফতারকৃতরা বেশ কয়েকবছর যাবৎ এ ধরণের অপকর্ম করে আসছিলো বলেও জানায় সিআইডি। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আটটি মামলা দায়ের করা হয়েছে।