সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে শেখ ফারুক হোসেন রতন নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। মঙ্গলবার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় এ ঘটনা হয়।
পুলিশ জানায়, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সখিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকার থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন সে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।