লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
“নিজে সুরক্ষা থাকতে হলে আশে পাশের মানুষ ও সমাজকে সুরক্ষিত রাখতে হবে, নিজ নিজ অবস্থান থেকে সুরক্ষা থাকি,সমাজকে সুরক্ষিত রাখি, প্রিয় জন্মভূমিকে সুরক্ষা রাখি” এই শ্লোগানকে সামনের রেখে করোনা ভাইরাসের সংক্রমণ ঢেকাতে দিঘলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ মনোঅার হোসেন মঞ্জু উদ্যোগে জীবানু নাশক স্প্রে করা হয়েছে। গতকাল ২২এপ্রিল বুধবার দুপুর ১ টায় সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দিঘলী বাজারে কয়েকটি মসজিদসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জীবানু নাশক স্প্রে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , দিঘলী ইউনিয়ন যুবলীগ এর আহ্বায়ক মোঃ মনোআর হোসেন মঞ্জু মেম্বার, যু্গ্ম আহ্বায়ক সোহেল রানা , হুমাইন কবির ,সদস্য রাজু আহাম্মেদ , আরো উপস্থিত ছিলেন দিঘলী ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক অজগর হোসেন প্রমূখ।