ফয়সাল মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
২৩ এপ্রিল বিকালে,,,মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার কর্মক্ষমতাহীন, অসহায় – দুস্থ ব্যক্তিদের জন্য ফ্রিতে সবজি সরবরাহ করছে এলাকার কিছু উদীয়মান স্বেচ্ছাসেবী যুবক।
কুশাখালী একতা ফাউন্ডেশন উদ্যেগে কুশাখালী শান্তির হাট বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে ‘ফ্রি সবজির বাজার’ নামক দোকানের মাধ্যমে ২৫০ জন মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়ছে।
ফ্রি সবজির বাজার এ সরবরাহকৃত সবজির মধ্যে ছিল টমেটো, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বেগুন .আলু .শাক সহ প্রায় ৭-৮ প্রকারের সবজি।
এসময় উপস্থিত ছিলেন, কুশাখালী একতা ফাউন্ডেশন এর ‘সদস্য রিফাত ,রিয়াদ হোসেন, রাকিব,কাজী এমরান,এমরান হোসেন, ফারুক হোসেন,সাহাব উদ্দিন,মনির আহম্মেদ,শাহাদাৎ
কপিল উদ্দিন,রনি,রাশেদুল ইসলাম,সাইফুল ইসলাম,আরিফ,
এমরান,কাজী দেলোয়ার প্রমূখ।